• ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

দূর্বৃত্তদের হামলায় আহত মালেকের বাসায় সিসিক মেয়র আরিফ

sylhetnewspaper.com
প্রকাশিত জুন ৪, ২০২১
দূর্বৃত্তদের হামলায় আহত মালেকের বাসায় সিসিক মেয়র আরিফ

নিজস্ব প্রতিবেদকঃঃ সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) গেইটে ব্যাটারী চালিত রিক্সা চালক নামধারী সংঘবদ্ধ দূর্বৃত্তদের হামলায় আহত মহিলা কাউন্সিলর রেবেকা আক্তার লাকীর স্বামী আব্দুল কাদের মালেক দেখতে তার বাসায় যান মেয়র আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার রাতে সিসিক মেয়র আরিফ দূর্বৃত্তদের হামলায় আহত মালেকের বাসায় গিয়ে খোঁজ-খবর নেন। এসময় মেয়র তার সুস্থতা কামনা করেন। পাশাপাশি সার্বিক সহযোগীতারও আশ্বাস দেন।

এসময় উপস্থিথ ছিলেন মহিলা কাউন্সিলর রেবেকা আক্তার লাকীসহ সিসিকের অন্যান্য কর্মকর্তারা।

প্রসঙ্গত, বুধবার বেলা ২টার দিকে নগর ভবনে ব্যক্তিগত একটি কাজে যান আব্দুল কাদের মালেক। সেখানে কাজ শেষ হলে বেরিয়ে আসার সময় নগর ভবন গেইটে ব্যাটারী চালিত রিক্সা চালকদের হামলার শিকার হন তিনি। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বর্তমানে তার বাসায় ফিরেন। তার মাথায় ৫টি সেলাই দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন