• ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শাশুড়ি পুত্রবধূকে জড়িয়ে ধরে বললেন, ‘তোমারও করোনা হোক’

sylhetnewspaper.com
প্রকাশিত জুন ৩, ২০২১
শাশুড়ি পুত্রবধূকে জড়িয়ে ধরে বললেন, ‘তোমারও করোনা হোক’

নিউজ ডেস্ক :: করোনা মহামারিতে মৃত্যুসয্যায় ভারত। এর মধ্যেই ঘটছে অদ্ভুত ঘটনা। করোনা হয়েছে শাশুড়ির। তাই বাড়িতেই নিভৃতবাসে ছিলেন তিনি।

স্বাভাবিক ভাবেই ছেলে, বউমা, নাতি-নাতনি, কেউ তাঁর ঘরের চৌকাঠ পেরোয়নি। বাইরে রেখে দেওয়া খাবার খেতে হচ্ছিল রোজ। কিন্তু ভরা সংসারে একা একা ঘরে থাকতে থাকতে মন খারাপ করছিল ওই মহিলার। থাকতে না পেরে এক দিন হঠাৎ তিনি চলে গেলেন বউমার কাছে। বললেন, ‘আমি মরে গেলে তোমরা ভাল থাকতে চাও?’ বলেই জাপটে ধরলেন বউমাকে।

তেলঙ্গানার রজান্যা জেলার থিমাপুর গ্রামের ঘটনায় অবাক হয়ে গেছেন সকলেই। পরিবারের ২০ বছরের পুত্রবধু সংবাদমাধ্যমে জানিয়েছেন, কয়েক দিন আগে করোনা হওয়ায় শাশুড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব রেখে চলছিলেন পরিবারের সকলে। কিন্তু শাশুড়ির বিষয়টা পছন্দ হয়নি। তাই বউমাকে জড়িয়ে ধরে তিনি বলেছেন, ‘তোমারও করোনা হোক’।

ঘটনার পরেই অবশ্য ছেলে-বউমা বাড়ি থেকে বার করে অন্যত্র পাঠিয়ে দেয় শাশুড়িকে। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। কয়েক দিন পরেই পরীক্ষা করে দেখা যায়, বউমাও করোনা পজিটিভ। আপাতত নিজের বোনের কাছে আছেন ওই মহিলা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন