• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আলমপুরে বাসায় ঢুকে চুরিকালে এক নারী চোর আটক

sylhetnewspaper.com
প্রকাশিত জুন ৩, ২০২১
আলমপুরে বাসায় ঢুকে চুরিকালে এক নারী চোর আটক

নিউজ ডেস্কঃঃ সিলেটের আলমপুর থেকে রুবি বেগম নামের এক নারী চোরকে আটক করা হয়েছে। সে নেত্রকোনা জেলার মদন উপজেলার চানগাও এলাকার বাসিন্দা কুদরত উল্লাহর স্ত্রী। বর্তমানে সে খাদিমপাড়া ইউনিয়নের বালুটিকরে বসবাস করে।

বৃহস্পতিবার (৩ জুন) আলমপুরের ৩৮ নাম্বার বাসায় চুরিকালে জনতার হাতে প্রথমে সে আটক হয়। পরে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়।

পুলিশ জানায়,আলমপুরের ৩৮ নাম্বার বাসায় বসবাস করেন বিয়ানীবাজারের রাফুল আহমদ। দুপুরের দিকে তার বাসায় রুবি বেগম সবার অগোচরে ঢুকে পড়ে। এসময় সে একটি দামী মোবাইল ফোন ও একটি মানিব্যাগ চুরি করে ফেলে। পরে বাসার লোকজন তাকে দেখে ফেলায় ও আশপাশের লোকজনের সহায়তায় রুবিকে আটক করা হয়। এসময় পুলিশকে খবর দেয়া হলে তাকে আটক করে নিয়ে যায়। পুলিশ এসময় তার দেহ তল্লাশি করে চুরি যাওয়া মোবাইল ও মানিব্যাগ উদ্ধার করে।

বিষয়টির নিশ্চিত করেছেন এসএমপির মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মো.শামসুদ্দোহা পিপিএম।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন