• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

রিক্সা চালক নামধারী দূর্বিত্তদের হামলায় সিসিক কাউন্সিলর লাকীর স্বামী মালেক আহত

sylhetnewspaper.com
প্রকাশিত জুন ২, ২০২১
রিক্সা চালক নামধারী দূর্বিত্তদের হামলায় সিসিক কাউন্সিলর লাকীর স্বামী মালেক আহত

সিলেট :: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) গেইটে ব্যাটারী চালিত রিক্সা চালক নামধারী সংঘবদ্ধ দূর্বিত্তদের হামলায় আহত হয়েছেন মহিলা কাউন্সিলর রেবেকা আক্তার লাকীর স্বামী আব্দুল কাদের মালেক। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বর্তমানে তার বাসায় রয়েছেন। তার মাথায় ৫টি সেলাই দেওয়া হয়েছে।

জানা গেছে, আজ বুধবার বেলা ২টার দিকে নগর ভবনে ব্যক্তিগত একটি কাজে যান সিসিকের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রেবেকা আক্তার লাকি’র স্বামি আব্দুল কাদের মালেক। সেখানে কাজ শেষ হলে বেরিয়ে আসার সময় নগর ভবন গেইটে ব্যাটারী চালিত রিক্সা চালকদের হামলার শিকার হন তিনি। আহত অবস্তায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় বেশি জখম হয়েছে। চিকিৎসকরা তার মাথায় ৫টি সেলাই দিয়েছেন বলে জানান কাউন্সিলর লাকী।

উল্লেখ্য, আজ বুধবার বেলা ২ টার দিকে মিছিল সহকারে নগর ভবন গেইটে ব্যাটারী চালিত রিক্সা চালক নামধারী সংঘবদ্ধ দুর্বিত্তদের হামলার ঘটনা ঘটে। তারা জুরপূর্বক নগর ভবনে ঢাকার চেষ্ঠা করে। এসময় সিলেট মহানগর পুলিশের দায়িত্বরত কর্মকর্তা ও সদস্যরা তাদের বাঁধা দেন।

ঘটনার খবরে মেয়র আরিফুল হক চৌধুরী সিসিক কর্মকর্তাদের নিয়ে বিক্ষোভকারীদের সাথে কথা বলতে যান। এসময় দূর্বিত্ত অতর্কিত হামলা করে। তারা নগর ভবনের গেইট লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে।

এতে নগর ভবনে সেবা নিতে আসা এক নাগরিক সহ অন্তত ৫ জন আহত হন।এছাড়া হামলায় সিসিকের গেইটের ভেতরে রাখা অন্তত ৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে এ ঘটনার প্রেক্ষিতে নগর ভবনে বুধবার বিকেল ৪ টায় সিসিক কাউন্সিলরদের নিয়ে জরুরী সভা করেন মেয়র আরিফুল হক চৌধুরী। সভায় নগর ভবনে অতর্কিত হামলা এবং জানমালের ক্ষতির তীব্র নিন্দা জানানো হয়। এবং এই হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।

মূলত;সিলেট মহানগরে ব্যাটারী চালিত অবৈধ রিক্সা এবং টমটম চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ হলেও গোপনে মহানগরে এসব বাহন চলাচল করে। যা বন্ধে সিলেট সিটি কর্পোরেশন বারবার বিজ্ঞপ্তি প্রকাশও করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •