ডেস্ক নিউজঃঃ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাবার নেতৃত্বে ছেলের ওপর হামলা চালিয়ে তাকে খুন করার উদ্দেশ্য গুলি করেন বাবা তবে গুলি লক্ষ্যবস্তু হয়ে গাড়িতে গিয়ে লাগে। মঙ্গলবার অনুমান রাত ২ টার দিকে নগরীর শিবগঞ্জ লাকরিপারা এলাকায় এ ঘটনা ঘটে।
ছেলে আজহারুল ইসলাম মুমিনের অভিযোগে জানা যায় , সিলেটের শিল্পপতি নজরুল ইসলাম বাবুল ও তার ছেলে লন্ডন প্রবাসী ছেলের মধ্যে জমি দিয়ে ব্যংক থেকে লোন সংক্রান্ত বিরোধ ছিল। মঙ্গলবার রাতে নজরুল ইসলাম বাবুলের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি সন্ত্রাসী দল প্রবাসী আজহারুল ইসলাম মুমিনের ওপর হামলা চালায়। শরীরের বিভিন্ন জায়গায় লাঠি ও রড দিয়ে মুমিনকে খুন করা উদ্দেশ্য গুরুতর রক্তাক্ত জখম করা হয়।এসময় দুই রাউন্ড গুলি করাও হয়
হামলার সময় চিৎকার শুনে পথচারীরা তাকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করা করেন।
আজহারুল ইসলাম মুমিন জানান, ঘটনার সূত্রপাত আজহারুল ইসলাম মুমিন লন্ডন থাকাকালীন সময়ে শহরে তার নিজ নামীয় ২৬ শতক জমি একটি প্রাইভেট ব্যাংকের কাছে বন্ধক রেখে ৩৩ কোটি টাকা লোন নেন তার পিতা সিলেটের বিশিষ্ট শিল্পপতি নজরুল ইসলাম বাবুল। বিষয়টি প্রবাসে থাকাকালীন সময়ে মুমিন জানতে পারেন। তাই তিনি দেশে আসেন। দেশে আসার পর হোম কোয়ারেন্টিন থেকে বের হয়ে মুমিন গত ৭ই মার্চ সোমবার রাতে তাদের ফিজা অ্যান্ড কোং (প্রা.) লি. কোম্পানীতে গিয়ে তার বাবার কাছে জানতে চান, তাকে না জানিয়ে কেনো তার মালিকানাধীন জায়গা ব্যাংকে বন্ধক দিয়ে এত টাকা লোন নিলেন? প্রবাসে থাকাকালীন সময়ে কেনো তার স্বাক্ষর জাল করে ব্যাংকের সাথে প্রতারণার করে এতো টাকা নিলেন? আর এতে করেই পিতার সাথে পুত্রের বিবাদের সৃষ্টি হয়বলে গনমাধ্যমকে জানান সিলেটের শিল্পপতি নজরুল ইসলাম বাবুলের পুত্র আজহারুল ইসলাম মুমিন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন