• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

নগরীতে ভারতীয় ৬৭০ জোড়া জুতাসহ চোরাকারবারি দলের সদস্য আটক

sylhetnewspaper.com
প্রকাশিত মে ২৯, ২০২১
নগরীতে ভারতীয় ৬৭০ জোড়া জুতাসহ চোরাকারবারি দলের সদস্য আটক

নিজস্ব প্রতিবেদকঃঃ সিলেটে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নগরীর নাইওরপুল পয়েন্টে ভারতীয় ৬৭০ জোড়া জুতাসহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী মো. তোফায়েল আহমদ (২৪)। সে জৈন্তাপুরের হেমু হাউতপাড়ার মকবুল হোসেনের ছেলে। এসময় একটি নাম্বার প্লেইট বিহীন পিকআপ গাড়ীও আটক করে পুলিশ।

গোপণ সংবাদে ২৮মে শুক্রবার ভোর ৪টার দিকে এই চালান আটক করে পুলিশ।

পুলিশ জানায়, গোপণ সংবাদে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম আবু ফরহাদের দিক নির্দেশনায় সোবহানীঘাট পুলিশ ফাঁড়ীর এসআই কামরুল হুদা নাঈম, এএসআই নুরুল হক সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন নাইওরপুল পয়েন্টে অভিযান পরিচালনা করেন। এসময় মোঃ তোফায়েল আহমদ (২৪) কে এবং তার চালিত পিকআপ গাড়ীটি তল্লাশী করে ৬টি বস্তার ভিতরে ১০০ জোড়া করে মোট ৬০০ জোড়া ভারতীয় তৈরী জুতা, ১টি বস্তার ভিতরে ৭০ জোড়া জুতা যা ভারতীয় তৈরী। যার মধ্যে আকাশী রংয়ের ১১৮ জোড়া, সাদা নীল রংয়ের ৬৩ জোড়া, লাল রংয়ের ১৭৬ জোড়া, নীলাভ সবুজ ও হলুদ রং মিশ্রিত ২৫৪ জোড়া, কালো রংয়ের ৫৯ জোড়া জুতা সহ সর্বমোট ৬৭০ জোড়া ভারতীয় তৈরী জুতা আটক করে। জুতার ভিতরে ফিতার নিচে (sole) Made in india লেখা আছে। এই৬৭০ জোড়া জুতার আনুমানিক মূল্য ছয় লক্ষ সত্তর হাজার টাকা এবং ১টি নাম্বার প্লেইট বিহীন পিকআপ গাড়ী, যার চেসিস নং-MAT374441JSR12532 জব্দ তালিকা মূলে জব্দ করেন।

পরে এসআই কামরুল হুদা নাঈম বাদী হয়ে উল্লেখিত আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৬৫, ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ই রুজু করা হয়েছে। এসআই মো. মাহাবুর আলম মন্ডল মামলাটি তদন্ত করছেন।

এদিকে অপর একটি সূত্র জানায়,গ্রেফতার হওয়া চোরাকারবারি দলের সদস্য তোফায়েল হলেন সিলেটের আলোচিত চোরাকারবারিদের গড ফাদার আলী হোসেন সরকার প্রকাশ পলিতিন আলীর লাইন ম্যান ও আলী হোসেন সরকার ওরফে পলিথিন আলীর ব্যবসায়ী পার্টনার শাহজালাল উপশহরের এইচ ব্লকের ৪নং রোডের ৩নং বাসার বাসিন্দা ইউনুছ আলীর ছেলে রমজান আলী এসব অবৈধ জুতা সিমান্ত পথে সিলেটে এনেছে।

গ্রেফতারকৃত আসামীকে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম আবু ফরহাদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •