• ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

হোটেল নির্ভানা ইনের সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে কিশোর নিহত

sylhetnewspaper.com
প্রকাশিত মে ২৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার হোটেল নির্ভানা ইনের সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে রৌদ্র দত্ত নামের এক কিশোর মারা গেছেন।

নিহত রৌদ্র দত্ত নগরীর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এই বিদ্যালয় থেকে এ বছর সে এসএসসি পরীক্ষার্থী ছিল।

রৌদ্র নগরীর জিন্দাবাজার এলাকার মৃত প্রিয়লাল দত্ত ও রেখা রানী দত্ত দম্পতির একমাত্র ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ। ঘটনার পর কোতোয়ালি থানাধীন লামাবাজার ফাঁড়ির একদল পুলিশ হোটেল নির্ভানা ইনে তদন্তের জন্য যান।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে রৌদ্র ও তার কয়েকজন সহপাঠী হোটেল নির্ভানা ইনের সুইমিংপুলে সাতাঁর কাটতে নামেন। কিছুক্ষণ পর রৌদ্রকে দেখতে না পেয়ে সহপাঠীরা ও হোটেলকর্মীরা খোঁজা-খুঁজির পর তাকে সুইমিং পুলের পানির নিচে ডুবে থাকতে দেখেন।

পরে রৌদ্রকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, সুইমিংপুলের কর্মরত লোকদের গাফিলতির কারণে রৌদ্র সুইমিং পুলের পানির নিচে ডুবে মারা গেছে।

এসএমপি’র কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, এটি কোনো দুর্ঘটনা না অন্য কোনো বিষয় সেটি খতিয়ে দেখছে পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন