• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

গোয়াইনঘাটে ঈদের দিনে কামাল উদ্দিন হত্যার প্রতিবাদে বিশাল মানববন্ধন

sylhetnewspaper.com
প্রকাশিত মে ২৬, ২০২১
গোয়াইনঘাটে ঈদের দিনে কামাল উদ্দিন হত্যার প্রতিবাদে বিশাল মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃঃ ঈদের দিন মাগরিবের নামাজের পর সিলেটের গোয়াইনঘাট উপজেলার বঙ্গঁবীর পয়েন্টে প্রতি পক্ষের পরিকল্পিত হামলায় কামাল উদ্দিন (৫০) নামের একজন খুন হয়েছেন তিনি মৃত আব্দুল হাসিমের ছেলে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ঈদুল ফিতরের দিন সন্ধ্যায় ৭ঃ০০ ঘঠিকার সময় সালুটিকর-গোয়াইনঘাট সড়কের বঙ্গবীর পয়েন্টে পূর্ব শত্রুতার ঝের ধরে কুরিখলা গ্রামের মৃত আব্দুল হাসিম ছেলে কামাল উদ্দিন (৫০) কে বঙ্গবীর পয়েন্টে চান মিয়ার দোকান থেকে জোরপূর্বক ধরে এনে বিকটিম খালেদের দোকানের সামনে বড়ই গাছে বেদে দা,ক্রীস,রুইল,রট সোলফি দিয়ে অনবরত মারদর করে। পরে বুকের মধ্যে লাতি মেরে মাঠিতে ফেলে পেট এবং বুকে অনবরত লাতি মারতে থাকে এবং গামছা পেছিয়ে টানা হেছড়া করে মৃত নিশ্চিত করে। একই গ্রামের আব্দুল্লাহ মিয়া, মস্তফা মিয়া,দুলাল মিয়া,আবুল হাসানাত, নাজিম কামরান , ইমরান আহমদ, শামীম আহমদ, গোলাম রব্বানী নীলু,ফারুক আহমদ কালা, আনোয়ার হোসেন,সাকের পেকের খাল গ্রামের কামাল, সুলেমান, রইছ আলী,ছয়ফুল, মাসুম,তোতা মিয়া,মাসুক, খালেদ, রাজিব, ২০/২৫ জন লোক পরিকল্পিত হামলা চালায়। এতে নিহত হন কামাল।

খবর পেয়ে গোয়াইনঘাট থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কামাল উদ্দিনকে সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কামালকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন