• ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

লালাবাজারে বাসের ধাক্কায় মা-ছেলে নিহত, আহত ৬

sylhetnewspaper.com
প্রকাশিত মে ১৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে প্রাইভেটকার ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন। এসময় অন্তত আরো ৬ জন আহত হয়েছেন।

রোববার বেলা ২টার সময় লালাবাজারের সাত মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন দক্ষিন সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

নিহতরা হলেন, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গোপেশ রায়ের স্ত্রী বিউটি রায় ও তার দুই বছরের ছেলে রূপক রায়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সিলেটগামী বাসটি ঢাকা-মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার সাতমাইল এলাকায় আসার পর প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চালকের পাশে বাসের সামনের সিটে ছেলেকে নিয়ে বসা ছিলেন বিউটি রায়। দুর্ঘটনার পর বাসের গ্লাস ভেঙে ছিটকে সংঘর্ষস্থলে পড়ে মা-ছেলের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় বাসের ও প্রাইভেটকার চালকসহ ৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন