• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সিলেটে পুলিশের অভিযানে বন্ধ ডিপজল এর ‘সৌভাগ্য’

sylhetnewspaper.com
প্রকাশিত মে ১৫, ২০২১
সিলেটে পুলিশের অভিযানে বন্ধ ডিপজল এর ‘সৌভাগ্য’

সরকারি নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিলেট নগরীর তালতলাস্থ নন্দিতা সিনেমা হল খুলে দর্শকদের ছায়াছবি দেখাচ্ছিলেন কর্তৃপক্ষ। করোনার ভয়াবহ পরিস্থিতি উপেক্ষা করে ডেকে ডেকে টিকেট বিক্রি করে মানুষকে হলের ভেতরে ঢুকিয়ে দেখানো হচ্ছিলো শো।

শুক্রবার (১৪ মে) সন্ধ্যায় অভিযান চালিয়ে নন্দিতা সিনেমা হলটি বন্ধ করেছে পুলিশ। এতে সচেতন মহলের প্রশংসায় ভাসছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। সেই সাথে বন্ধ হয়ে যায় ডিপজল এর ‘সৌভাগ্য’।

এর আগে ঈদের দিন বেলা আড়াইটার দিকে নন্দিতা সিনেমা হলের সামনে গিয়ে দেখা যায়, হলের সামনে ডেকে ডেকে ডিপজল এর ‘সৌভাগ্য’ নামের বাংলা ছায়াছবির টিকিট বিক্রি করে দর্শকদের ভেতরে ঢুকানো হচ্ছে। এসময় টিকেট বিক্রিকারী ও দর্শকদের মধ্যে স্বাস্থ্যবিধির বালাই ছিলো না।

টিকেট বিক্রিকারী একজন নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে বলেন, ‘ভাই, আমরা ছোট মানুষ। নিষেধ আর আইন বুঝি না। কর্তৃপক্ষ বলছে আজ হলে সিনেমা চলবে, টিকেট বিক্রি করতে হবে- তাই ডেকে ডেকে বিক্রি করছি।’

ঈদের পুরো দিনে পর্যায়ক্রমে তিনবার তিনটি শো চলবে বলে জানান ওই টিকেট বিক্রেতা। পরে অভিযান চালিয়ে নন্দিতা সিনেমা হলটি বন্ধ করে দেয় সিলেট মহানগর পুলিশের একটি দল।

এর আগে শুক্রবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের বলেন, করোনা পরিস্থিতিতে বর্তমানে সিনেমা হল খোলা রাখায় কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এটি আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা দ্রুত অ্যাকশনে যাচ্ছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •