• ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

তেররতন বাজার কমিটির সভাপতি শেকরের নাম ব্যবহার করে ফেসবুক আইডি খুলে অপপ্রচার থানায় জিডি

sylhetnewspaper.com
প্রকাশিত মে ১২, ২০২১
তেররতন বাজার কমিটির সভাপতি শেকরের নাম ব্যবহার করে ফেসবুক আইডি খুলে অপপ্রচার থানায় জিডি

সিলেট নগরীর তেররতন এলাকার বাজার কমিটির সভাপতি ও ২৪ নং ওয়ার্ড আওয়ামিলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আক্তার হোসেন শেকরকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এব্যাপারে তিনি মঙ্গলবার সিলেট শাহপরান রহঃ থানায় সাধারণ ডায়রি (নং-৫২৫) করেছেন।

জিডিতে আক্তার হোসেন বলেন তার ছবি ও নাম ব্যবহার করে ভূয়া ফেসবুক আইডি দিয়ে নানা অপত্তিকর মন্তব্য লিখে তাঁর বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে।

একটি কুচক্রিমহল আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা-বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। এতে তাঁর মান সম্মানের ক্ষতি হচ্ছে। ভবিষ্যতে আরো খারাপ ও বিশ্রী মন্তব্য লিখে ফেসবুকে ছড়িয়ে তাঁর রাজনৈতিক ও সামাজিক ক্ষতি সাধনের অপচেষ্টা চালাতে পারে। এজন্য আইনগত ব্যবস্থা নিতে তিনি থানায় জিডি করেছেন।বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন