• ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

জৈন্তাপুরে  ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত মে ৩, ২০২১

নিউজ ডেস্কঃ-সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ৫ জন নিহতের ঘটনার ২৪ ঘন্টা না পেরুতেই এবার এই উপজেলার দরবস্ত বাজারের কাছে ট্রাকের নিচে চাপা পড়ে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার গভীর রাতে এ দূর্ঘটনা ঘটে সেন্ট্রাল জনতা হাইস্কুলের খেলার মাঠের সম্মুখের রাস্তায়। জৈন্তাপুর মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত একজনের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় তার নাম সোহেল আহমেদ বলে জানা গেছে। নিহত সোহেল আহমেদ দরবস্ত বাজারে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মোটরসাইকেল এর চালক সুলতান আহমেদের বাড়ি কানাইঘাট উপজেলার গাছ বাড়িতে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনার পর জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘাতক ট্রাকটির চালক দুর্ঘটনাকবলিত ট্রাপটি রেখে পালিয়ে গেছে পালিয়েছে। নিহত অপরজন পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন