• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে গুলিভর্তি আগ্নেয়াস্ত্র ও মাদকসহ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

sylhetnewspaper.com
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২১
সিলেটে গুলিভর্তি আগ্নেয়াস্ত্র ও মাদকসহ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

সিলেটে গুলিভর্তি আগ্নেয়াস্ত্র এবং মাদকদ্রব্যসহ সিলেট মহানগর ছাত্রলীগ কর্মী সুলতান আহমদ রিপন (২৮) কে গ্রেফতার করেছে র‍্যাব-৯। সুলতান আহমদ রিপন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পিযুষ কান্তি দে বলয়ের কর্মী। শুক্রবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে নগরীর আম্বরখানা থেকে তাকে গ্রেফতার করে করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে র‍্যাব-৯ এর ইসলামপুর ক্যাম্পের একটি সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা থেকে একটি বিদেশি রিভলবার, তিন রাউন্ড তাজা গুলি এবং ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ সুলতান আহমদ রিপনকে গ্রেফতার করে।

রিপন সিলেটের পুরাতন মেডিকেল খেত্রিপাড়া এলাকার ওসমানী মেডিকেল এর স্টাফ কোয়ার্টারের মৃত আব্দুল খালিকের ছেলে। গ্রেফতারের পর তাকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম (পিএসসি) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন