• ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল শাহজালাল উপশহর

sylhetnewspaper.com
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২১
বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল শাহজালাল উপশহর

নিউজ ডেস্কঃ সিলেটের অভিজাত উপশহর এলাকায় অল্পের জন্য বড় ধরণের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেলো জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা শাব্বির আহমদের বহুতল ভবন।

আজ শুক্রবার (২৩ এপ্রিল) বেলা দেড়টার দিকে ওই বাসায় বিদ্যুতের মিটার লাইনে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে এ সময় মসজিদ থেকে বের হওয়া মুসল্লিরা আগুনের ধোয়া দেখতে পেয়ে দ্রুত ছুটে আসেন এবং আগুন নেভাতে সক্ষম হন। ফলে বড় ধরণের ক্ষয় ক্ষতি ও প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়।

জানা গেছে, উপশহর সি ব্লকের ৩৮ নম্বর সড়কের ২ নম্বর বাসাটি চার তলাবিশিষ্ট ভবন। প্রবেশপথে আগুন লাগায় ভবনে আটকা পড়ে যান বাসিন্দারা। তাদের চিৎকারে আশপাশের মানুষ জড়ো হতে থাকেন। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। এর মধ্যে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে যান। ফায়ার সার্ভিস দল আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও উপশহর ডি ব্লকের বাসিন্দা ইয়ামিন আহমদ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘মসজিদ থেকে বের হতেই দেখা যায় বাসাটির চারদিকে ধোয়ায় আচ্ছন্ন। লোকজন চেচামেচি করছে। আমরা দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর কাজ করি। কয়েকজনকে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগে যোগাযোগ করার অনুরোধ জানাই।’

তিনি আরও জানান, ‘বাসাটির সিঁড়ির নিচে কাঠজাতীয় জিনিসপত্র রাখা ছিল। তিনতলা পর্যন্ত আগুনের ধোয়া উড়তে দেখা যায়। তবে উপরের দিকে আগুন উঠার আগেই নিয়ন্ত্রণে আনায় এই ভবন ও পাশের ভবনের প্রায় অর্ধশত পরিবার বিপদ থেকে রক্ষা পান।’

এ ঘটনার পর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কাউন্সিলর ছালেহ আহমদ সেলিম জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। নামাজ শেষ হওয়ার পর ঘটনাটি ঘটায় অনেক মুসল্লি দ্রুত ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে পারছেন। আল্লাহ সবাইকে রক্ষা করেছেন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন