• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জালালাবাদ হাটখোলায় সন্ত্রাসী হামলায় প্রবাসীর স্ত্রীসহ আহত ৪

sylhetnewspaper.com
প্রকাশিত এপ্রিল ২২, ২০২১
জালালাবাদ হাটখোলায় সন্ত্রাসী হামলায় প্রবাসীর স্ত্রীসহ আহত ৪

স্টাফ রিপোর্টারঃঃ সিলেট সদরের জালালাবাদে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় প্রবাসীর স্ত্রী ও শিশুসহ ৪ জন আহত হয়েছেন।

প্রবাসীর স্ত্রী জাহেদাকে (২৭) গুরুতর অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভার্তি করা হয়েছে।

আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার (২১ এপ্রিল) বিকেলে এসএমপি’র জালালাবাদ থানার হাটখোলা ইউনিয়নের কালেঙ্গার পার গ্রামে এ ঘটনা ঘটে।

সিলেট ওসমানী হাসপাতাল-সহ স্থানীয় সংবাদ সূত্রে জানা গেছে- এসএসপি’র জালালাবাদ থানাধীন হাটখোলা ইউনিয়নের কালেঙ্গার পারের সৌদী প্রবাসী ইমাম উদ্দিন পরিবারের সাথে একই গ্রামের প্রতিবেশী ইউসুফ আলী ও ইসমাইল আলীর বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে ইউসুফ ও ইসমাইল দলবল নিয়ে বুধবার বিকেলে প্রবাসী ইমাম উদ্দিনের বসতঘরে হামলা চালায়।

হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে প্রবাসী ইমাম উদ্দিনের স্ত্রীর মাথায় আঘাত করে গুরুতর জখম করে। এসময় তারা প্রবাসী ইমাম উদ্দিনের মা নেওয়ারুন নেছা (৬০),প্রবাসীর শিশুকন্যা আবিদা (২) ও শিশুপুত্র মারজানকেও (৬) আহত করে। হামলাকারীরা প্রবাসী ইমাম উদ্দিনের ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এক পর্যায়ে হামলাকারীরা প্রবাসী ইমাম উদ্দিনের শিশুকন্যা আবিদাকে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন।
পরে আহতদের সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত জাহদা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন