• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দেশে করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রের্কড

sylhetnewspaper.com
প্রকাশিত এপ্রিল ৭, ২০২১
দেশে করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রের্কড

দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর এই প্রথম একদিনে ৬৬ জনের মৃত্যু ও ৭ হাজার ২১৩ জন রোগী শনাক্তের খবর দিল স্বাস্থ্য অধিদফতর। এর মধ্য দিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৯ হাজার ৩৮৪ জন, আর আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৫১ হাজার ৬৫২ জন।

মঙ্গলবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২৩৭টি পরীক্ষাগারে অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৩১১টি নমুনা। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ০২ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে আরো ২ হাজার ৯৬৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৩৮৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৬৯ শতাংশ।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন