• ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বালাগঞ্জে লকডাউন , অতিরিক্ত দ্রব্যমূল্য বৃদ্ধি!

sylhetnewspaper.com
প্রকাশিত এপ্রিল ৬, ২০২১

জাগির হোসেন, বালাগঞ্জ:চলমান কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে দেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউনের নির্দেশা বাস্তবায়ন করতে সোমবার (০৫ এপ্রিল) সকাল থেকে মধ্যাহ্ন পর্যন্ত উপজেলা প্রশাসন ও বালাগঞ্জ থানা কর্তৃক নিত্যপ্রয়োজনীয় দোকানপাট খোলা রেখে অন্যান্য গুলো বন্ধ, মাক্স বিতরণ ও সচেতনতা বৃদ্ধির স্বার্থে মাইকিং করা হয়েছে বাজার-গ্রামগঞ্জে।

সরেজমিন দেখা যায়, লকডাউনের নাম শুনে অটোরিকশা (সিএনজি) সরকার নির্দেশিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া প্রদান করে যাত্রীদের অসুবিধায় ফেলছেন। ব্যাটারি চালিত রিকশায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অপরদিকে উপজেলা প্রশাসন মাটে থাকাবস্থায় দ্রব্যমূল্য টিক থাকলেও, চলে যাওয়ার পর পরই দ্রব্যাদির দাম হয়ে যায় আকাশ ছুঁয়া। ক্রেতাদের অভিযোগ গতকাল আধা- ৯০টাকা ছিল আজ ১৩০টাকা, পেয়াজ আগেরদিন ৩০টাকা থাকলেও আজ ৩৫টাকা। নাম প্রকাশ না করার শর্তে এক ক্রেতা বলেন, ৫লিটার বসুন্ধরা সয়াবিন তৈলের গাঁ-মূল্য ৬৩০ কিন্তু ৬৫০ দিয়ে কিনেছি। গাঁয়ের মূল্যের কথা উল্লেখ করলে তৈল রেখে যেতে বলেন বিক্রেতা।

এব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পলাশ মন্ডল বলেন, লকডাউনের নির্দেশা বাস্তবায়ন করতে ও সচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক চেষ্টায় রয়েছে। দ্রব্যমূল্যের বিষয়ে বলেন, অসাধু ব্যবসায়ীরা সুযোগ খুঁজে বেড়ায়। এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন।

অতিরিক্ত দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ’র সাথে কথা বললে তিনি বলেন, করোনা বৃদ্ধি পেলে ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। এবিষয়ে আবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মাটে নামছে প্রশাসন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন