• ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

লঞ্চডুবির ঘটনায় ১৯ জনের লাশ উদ্ধার

sylhetnewspaper.com
প্রকাশিত এপ্রিল ৬, ২০২১
লঞ্চডুবির ঘটনায় ১৯ জনের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক:নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় আরও ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

এ পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হলো। আজ সোমবার সকালে আরও ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ তথ্য জানিয়েছেন নারায়াণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন। তিনি জানান, ডুবে যাওয়া লঞ্চটি তোলা হয়েছে।

সেখান থেকে আরও ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে। আরও অনেক যাত্রীর মরদেহ উদ্ধার হতে পারে।

নদী বন্দর নারায়ণগঞ্জের উপ-পরিচালক মোবারক হোসেন জানান, ৪৩ জন যাত্রী নিয়ে লঞ্চটি মুন্সীগঞ্জের দিকে রওয়ানা হয়।

চরসৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যায় নির্মাণাধীন সেতুর কাছাকাছি স্থানে অপর একটি জাহাজের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন