• ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি

দক্ষিণ সুরমায় গাঁজার আসরে খুন!

sylhetnewspaper.com
প্রকাশিত এপ্রিল ৬, ২০২১
দক্ষিণ সুরমায় গাঁজার আসরে খুন!

ডেস্ক নিউজ :সিলেটের দক্ষিণ সুরমায় ৪ রিকশা চালকের মধ্যে গাঁজা খাওয়া অবস্থায় এক রিকশাচালককে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে। ওই রিকশাচালকের নাম ফরিদুল ইসলাম ম্যাজিক। কথা কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

রোববার মধ্যরাতে দক্ষিণ সুরমা থানাধীন লাউয়াই কাশবন আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন আব্দুস সবুর মিন্টু মিয়ার কলোনির ভাড়া করা রুমের মধ্যে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- রংপুর জেলার কোতোয়ালি থানাধীন মনসুর আলীর পুত্র জিয়ারুল ও একই এলাকার মুন্সিপাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র বুলবুল ইসলাম। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের জানিয়েছেন, ঘটনার সময় ওই কক্ষে ৪ রিকশাচালকের মধ্যে নেশা করা অবস্থায় কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে গ্রেপ্তারকৃত জিয়ারুল, বুলবুল ও অজ্ঞাত আরেক জনসহ নিহত ফরিদুলের ঊরুতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

আঘাতে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিক তারা ফরিদুলকে ওসমানী হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •