পবিত্র শবে বরাতের রাতে আতশবাজি ফোটানো হচ্ছিল সিলেটের বিভিন্ন এলাকায়। সেই আতশবাজির আগুনে চারটি ঘর পুড়ে যায়।সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট নগরের দক্ষিণ সুরমার কায়েস্থরাইল এলাকার আকিল শাহ্ মাজার রোডে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ঘরগুলো লন্ডন প্রবাসী মাহবুবুর রহমানের। চারটি টিনসেড ঘরের দুটিতে প্রবাসী পরিবার ভাড়াটে হিসেবে বসবাস করতেন। শবে বরাতের রাতে ফুলঝরি ও আতশবাজি দিয়ে শিশুরা খেলা করছিল। হঠাৎ করে বাসায় আগুন দেখতে পান প্রতিবেশীরা।
আগুন দেখে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস থেকে দমকল বাহিনীর কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রেণে আনে। তবে এর আগেই আধাপাকা বাসার চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শবে বরাতের আতশবাজি থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। এ ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন